ঢাকা Sunday, 08 September 2024

সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: 17:33, 9 July 2024

সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

ভূমধ্যসাগরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন মরক্কোর দুই ফুটবলার সালমান হারাক ও আবদেল লতিফ আখরিফ। তারা দেশটির শীর্ষ ফুটবল লিগের ক্লাব ইত্তিহাদ তানজের হয়ে খেলতেন। 

ক্লাবটির মুখপাত্র গতকাল সোমবার (৮ জুলাই) বিবিসিকে এ তথ্য জানান। 

জানা গেছে, গত শনিবার (৬ জুলাই) চার ফুটবলারসহ ক্লাবের পাঁচজন দেশটির উত্তরাঞ্চলীয় শহর তানজিয়ার থেকে ছোট একটি ইয়ট ভাড়া করে সমুদ্রভ্রমণে বেরিয়েছিলেন। একসময় তারা ইয়ট থেকে নেমে সাগরে সাঁতার কাটতে থাকেন। তখন হঠাৎ করেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। তীব্র স্রোত ইয়টের কাছ থেকে দূরে ঠেলে দেয় ওই পাঁচজনকে।

পরে তিনজনকে সেদিনই উদ্ধার করা হয়। কিন্তু দুজনের এখনো হদিস মেলেনি। 

ক্লাবটির সভাপতি আনাস ম্রাবেত বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তিনজনকে শনিবারই উদ্ধার করা হয়েছে। এখন সালমান হারাক ও আবদেল লতিফ আখরিফের সন্ধানে অভিযান চলছে।

উদ্ধার হওয়া খেলোয়াড়রা জানান, সাঁতার কাটার সময় কোনো লাইফ জ্যাকেট ও বয়া ছিল না তাদের। 

তারা আরো জানান, যেখানে তারা সাঁতার কাটতে নেমেছিলেন, সেখান থেকে উপকূল দেখা যাচ্ছিল। তারা ইয়টের কয়েক মিটারের মধ্যে ছিলেন। হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে ওঠে, বেড়ে যায় বাতাসের বেগ। এতে ইয়টটি তাদের থেকে দূরে সরে যায়।