ঢাকা Sunday, 08 September 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে

স্টার সংবাদ

প্রকাশিত: 11:35, 27 July 2024

আপডেট: 12:44, 27 July 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকার একটি হাসপাতাল থেকে তাদের তুলে নেয়া হয়। ওই হাসপাতালে নাহিদ ও আসিফ চিকিৎসাধীন ছিলেন। পরে রাতে তাদের তিনজনকে হেফাজতে নেয়া হয়েছে বলে জানায় ডিবি।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার বলেন, নিরাপত্তার স্বার্থে তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, আমরা গত দুই দিনে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তাদের জিজ্ঞাসাবাদ করব।

এদিকে নাহিদের বোন ফাতেমা বলেন, আমার ভাই সরকারবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নয়। আমরা সবাইকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই।