ঢাকা Sunday, 08 September 2024

যৌন কেলেঙ্কারি: ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছল মেটা

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 19:25, 27 July 2024

যৌন কেলেঙ্কারি: ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছল মেটা

ফাইল ছবি

যৌন কেলেঙ্কারির অভিযোগে নাইজেরিয়ার অন্তত ৬৩ হাজার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক-ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, মেটার ৬৩ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছে। এ অ্যাকাউন্টগুলো যৌন কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠেছে। এ অ্যাকাউন্টগুলোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কিশোর-কিশোরী এবং প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতো।
 
পরে তাদের যৌন উত্তেজনা বা গোপন ছবি প্রকাশের ব্ল্যাকমেইল করে অবৈধ ব্যবসার মাধ্যমে অর্থ আদায় করতো। বর্তমান সময়ে এর প্রকোপ আগের তুলনায় বেড়েছে।
 
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এক বিবৃতিতে জানায়, এ ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোর ফাঁদে পড়ে কিশোর অপরাধ বেড়ে গিয়েছে।
 
অনেক কিশোর-কিশোরী আত্মহত্যার মতো জীবননাশের পথও বেছে নিয়েছে। এরপর তা তদন্তের ভিত্তিতে এ অ্যাকাউন্টগুলো নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।