ঢাকা Sunday, 08 September 2024

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

স্টার সংবাদ

প্রকাশিত: 19:15, 18 July 2024

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট (http://www.bsl.org.bd/) হ্যাক হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল থেকে ছাত্র সংগঠনটির ওয়েবসাইটে ছাত্রলীগের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তার বদলে একটি পোস্টার দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় এ প্রতিবেদন লেখার সময় ছাত্রলীগের ওয়েবসাইটে প্রবেশ করে কোটা আন্দোলন নিয়ে কয়েকটি মেসেজ দেখা যাচ্ছে। সেখানে ‘অপারেশন হান্টডাউন’ শিরোনামে একটি পোস্টার। পোস্টারে লেখা ‘স্টপ কিলিং স্টুডেন্ট’। এর নিচে কয়েকজনের ছবির সঙ্গে কুকুরের ছবিও যোগ করে দেওয়া হয়েছে। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীকে গুলি করা একজন পুলিশের ছবিও আপলোড করা হয়েছে।

এ ছাড়া ছাত্রহত্যা বন্ধের আহ্বান জানিয়ে কালো ব্যাকগ্রাউন্ডে লাল বর্ণে লেখা রয়েছে: ‘এখন আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ’।

ওয়েবসাইটের যে কোনো জায়গায় ক্লিক করলে অপারেশন হান্টডাউন নামে একটি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে লিঙ্ক করা অবস্থা দেখা যায়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ওয়েবসাইট দখলে নেয় ‘দ্য রেজিজস্ট্যান্টস’ নামে একটি হ্যাকার গ্রুপ। ছাত্রলীগের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।