ঢাকা Sunday, 08 September 2024

জাবি বন্ধ ঘোষণা, বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ

স্টার সংবাদ

প্রকাশিত: 13:55, 17 July 2024

জাবি বন্ধ ঘোষণা, বিকেলের মধ্যে হল ছাড়ার নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ধরনের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে উপাচার্য এ প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে জাবি সিন্ডিকেটের সিদ্ধান্তের একটি লিখিত অনুলিপির ছবিও পাঠিয়েছেন। তাতে দেখা যায়, ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জরুরি সিন্ডিকেট সভায় দুটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত হলো-

১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

২. শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৭ জুলাই তারিখ বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।