ঢাকা Sunday, 08 September 2024

জিপিএ-৫ পাওয়া ৭০০ শিক্ষার্থী তৃতীয় ধাপেও পাননি কোনো কলেজ 

স্টার সংবাদ

প্রকাশিত: 17:48, 13 July 2024

জিপিএ-৫ পাওয়া ৭০০ শিক্ষার্থী তৃতীয় ধাপেও পাননি কোনো কলেজ 

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফলাফলেও কলেজ পাননি এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৭০০ শিক্ষার্থী। তাদের নিয়ে এই ধাপে কলেজ পাননি মোট ১২ হাজারের বেশি শিক্ষার্থী। 

গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। আর মোট পাস করেছেন প্রায় পৌনে ১৭ লাখ শিক্ষার্থী। এদিকে একাদশ শ্রেণিতে মোট আসন আছে ২৫ লাখ। 

এরপরও অনেক শিক্ষার্থী আসন পাননি। এর কারণ হিসেবে কলেজের পছন্দক্রমকে দেখছেন আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তার মতে, শিক্ষার্থীদের বেশিরভাগেরই পছন্দ নামী কলেজ। তবে ভর্তির বেলায় নম্বরের বিষয়টিও দেখা হয়। কিন্তু শিক্ষার্থীরা তাদের পছন্দক্রম দেয়ার সময় সেদিকে হয়তো দৃষ্টি দেয় না। এতেই শেষ পর্যন্ত তারা কাঙ্ক্ষিত কলেজ পায় না। 

এ বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার আরো বলেন, আমাদের কোনো আসন সংকট নেই।

এদিকে প্রতিবছর ভর্তিতে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের নিয়ে জটিলতা তৈরি হচ্ছে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, আগে এসব শিক্ষার্থীকে সরাসরি আবেদন করতে বলা হলেও এ বছর আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেয়া হবে।

উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৩০ জুলাই একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।