ঢাকা Sunday, 08 September 2024

সবজির বাজারে আগুন, দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও

স্টার সংবাদ

প্রকাশিত: 15:59, 12 July 2024

সবজির বাজারে আগুন, দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও

রাজধানীর বাজারগুলোতে সবজির দামে দীর্ঘদিন ধরে চলছে অস্থিরতা।কখনো দাম সামান্য কমলেও কয়েকদিনের মধ্যেই আবার বেড়ে যায়। বৃষ্টির অজুহাতে বাজারে প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে উচ্চমূল্যে। তাই প্রতিনিয়তই বাজারে এসে হিমশিম খেতে হয় সাধারণ মানুষদের।  

সবজির বাজারে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা দাবি করছেন, বন্যায় ও বৃষ্টির কারণে সবজির উৎপাদন কমে গেছে, তাই দাম বাড়াতে হচ্ছে।

শুক্রবার (১২ জুলাই) রাজধানীর মেরাদিয়া হাট বাজার, গোড়ান বাজার, খিলগাঁও রেলগেট কাঁচাবাজারসহ বেশকিছু বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই বিক্রি হচ্ছে উচ্চমূল্যে।  

আজকের বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে টমেটো। সপ্তাহের ব্যবধানে টমেটো কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০- ২০০ টাকায়। মানভেদে প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ১৫০- ১৭০ টাকায়, শসা ৮০-১২০ টাকায়, কাঁচা মরিচ ২৬০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে হঠাৎ করে বেগুনের দাম কেজিতে ১০০ টাকা ছাড়িয়েছে। আজ বাজারে লম্বা বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে,  যা কিছুদিন আগেও ছিল ৮০-১০০ টাকায়। আর সবুজ গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০- ১০০ টাকায়। কালো গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।  

এদিকে প্রায় দেড় মাস ধরে কোরবানির ঈদের আগে থেকেই বাজারে পেঁয়াজের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে। বর্তমানে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। বাজারে এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা দরে। যা কয়েকদিন আগেও ছিল ৫০ টাকা করে।

অপরদিকে সপ্তাহ তিনেক ১৭০-১৮০ টাকায় ঘোরাফেরার পর আবারও এক লাফে ২০০ টাকায় পৌঁছে গেছে ব্রয়লার মুরগির দাম। ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে মুরগির দাম বেড়েছে। 

এছাড়া সোনালী মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, কক প্রতি কেজি ৩৫০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে দেশি মুরগির দাম হাঁকা হচ্ছে ৬৫০-৬৮০ টাকা। অন্যদিকে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির পাশাপাশি আরেক দফা বেড়েছে ডিমের দামও। প্রতি ডজন ডিম আজ ১৫০-১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।