ঢাকা Sunday, 08 September 2024

নাশকতার ২০৭ মামলায় রাজধানীতে গ্রেপ্তার ২৫৩৬

স্টার সংবাদ

প্রকাশিত: 17:39, 27 July 2024

নাশকতার ২০৭ মামলায় রাজধানীতে গ্রেপ্তার ২৫৩৬

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারি স্থাপনা ভাঙচুর ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় ২০৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।