ঢাকা Sunday, 08 September 2024

বঙ্গোপসাগরে পাঁচ মাছ ধরার ট্রলার ডুবি, ১ জেলে নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: 15:03, 27 July 2024

বঙ্গোপসাগরে পাঁচ মাছ ধরার ট্রলার ডুবি, ১ জেলে নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় ২০ কিলোমিটার গভীরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ৫টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

জানাগেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাঝি ওবায়দুল গাজী গভীর সাগরে জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উওাল ঢেউয়ের তোরে পড়ে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের ইমন নামের এক জেলে এখনও নিখোঁজ রয়েছে। ট্রলার ডুবির ঘটনার প্রায় দুই ঘণ্টা পর সাগরে ভাসমান অবস্থায় কাছাকাছি থাকা অন্য ট্রলারে জেলেদের উদ্ধার করলে ইমনকে উদ্বার করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি। তার বাড়ি মৌডুবী ইউনিয়নে কেওরালা গ্রামে। ট্রলারের মালিক ওবায়দুল গাজীর বাড়িও একই ইউনিয়নে।
ডুবে যাওয়া একটি ট্রলারের মাঝি কলাপাড়া উপজেলা পাটুয়া এলাকার  সোহরাফ গাজী জানান, তার ট্রলার বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উওাল ঢেউয়ের তোরে পড়ে ট্রলার ডুবে যায়। ভাসমান অবস্থায় কাছা কাছি থাকা অন্য ট্রলার তাদের কে উদ্ধার করলেও ট্রলারটি উদ্বার করতে পারেনি। 

ডুবে যাওয়া অপর ট্রলারের মাঝি কলাপাড়া উপজেলার পাটুয়া এলাকার রাজ্জাক মাতুব্বর জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উওাল ঢেউয়ের তোরে পড়ে তার ট্রলারটি ডুবে যায়। সাগরে ভাসমান অবস্থায় অন্য ট্রলারো তাদেরকে ট্রলারসহ উদ্ধার করে। 

ডুবে যাওয়া আরেক ট্রলারের মাঝি শাহিন মাতুব্বর বলেন, বুধবার দুপুর ১টার দিকে জাল ফেলার সময় আকস্মিক ট্রলারটি ডুবে যায়। সাগরে ভাসমান অবস্থায় আপর একটি ট্রলারে তাদেরকে উদ্ধার করে। ট্রলারের মালিক শাহিন মাতুব্বর বাড়ী কলাপাড়া উপজেলা পাটুয়া এলাকায়।

অপর ট্রলারের মাঝি উজ্জল জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জাল ফেলার সময় উওাল ঢেউয়ের তোরে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। সাগরে ভাসমান অবস্থায় থাকাকালে অন্য ট্রলারে তাদেরকে উদ্বার করলে ও ট্রলার উদ্ধার করতে পারেনি। ট্রলারের মালিক উজ্জল এর বাড়ী কলাপাড়া উপজেলা লালুয়া এলাকায়।

আলীপুর মৎস্য বন্দর ট্রলার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও মের্সাস মনি ফিসের মালিক মো.জলিল মিয়া জানান, মঙ্গল ও বুধবার সকালে ট্রলার গুলো ছেড়ে যায়। জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উওাল ঢেউয়ের তোরে পড়ে ট্রলার গুলো ডুবে যায় বলে উদ্ধার হওয়া জেলেরা তাকে জানিয়েছেন। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন মাঝিরা ট্রলার ও নিখোঁজ জেলেকে উদ্বারে খোঁজ খবর নিচ্ছেন বলে তিনি জানান।  উদ্ধার হওয়া জেলেদের বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।   

মহীপুর মৎস্য বন্দর ট্রলার মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী মো.ফজলু গাজী  জানান, ৬৫দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও সাগরে যেতে পারেনি উপকুলের সহস্রাধিক মাছ ধরার ট্রলার। এসব ট্রলার ৬৫দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বৈরি আবহাওয়ার কারনে সমুদ্রে যেতে পারেনি। এখন তারা অপেক্ষা করছেন অনুকূল আবহাওয়ার।