ঢাকা Sunday, 08 September 2024

‌‘সশস্ত্র বাহিনী মোতায়েনে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে’

খুলনা ব্যুরো

প্রকাশিত: 15:23, 25 July 2024

‌‘সশস্ত্র বাহিনী মোতায়েনে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে’

সশস্ত্র বাহিনী মোতায়েন করায় দেশের চলমান  অস্থিতিশীল  পরিস্থিতি নিয়ন্ত্রনে এসেছে বলে মন্তব্য করেছেন নৌবাহিন  প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমূল হাসান। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় মোংলা সমুদ্র বন্দরে পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি দেখে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার হয়েছে। দেশের আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল রাখতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বন্দরকে ঘিরে গড়ে ওঠা শিল্প এলাকা, ইপিজেডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে নৌ বাহিনী কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য গণমাধ্যম সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের সার্বিবিক উন্নয়ন অগ্রগতি রক্ষায় মিডিয়ার  ভুমিকা গুরুত্বপূর্ণ। 

এসময় দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া সশস্ত্র বাহিনীর কর্মকান্ড তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান নৌ বাহিনীর শীর্ষ পদস্থ এই কর্মকর্তা।

খুলনা এরিয়া কমান্ডার গোলাম সাদেক, মংলা পোর্ট   চেয়ারম্যান  শাহিন রহমান সহ নৌবাহিনীর উদ্ধর্ধতন কর্মকর্তারা এসময়  উপস্থিত ছিলেন।