ঢাকা Sunday, 08 September 2024

ঝিনাইদহে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: 17:05, 17 July 2024

ঝিনাইদহে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ৩

ঝিনাইদহের মহেশপুরে ৫ কেজি ওজনের ১২টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ফতেপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন - দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কান্তিপালের ছেলে তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী (৪২) ও একই জেলার সারুটিয়া থানার সারুটিয়া গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)। 

৫৮ বিজিবির অধিনায়ক শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মহেশপুর-জীবননগর রুটের কোন এক বাসে করে স্বর্ণ পাচার হতে যাচ্ছে। সে তথ্য অনুযায়ী, মহেশপুর-জীবননগর মহাসড়কে ফতেপুর শিশুতলা নামক স্থানে চেকপোস্ট বসায় বিজিবি। এরপর ঝিনাইদহের কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চার কোটি পঁচাশি লাখ একাশি হাজার চুয়ান্ন টাকার ৫ কেজি ১৪.৫৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।