ঢাকা Sunday, 08 September 2024

জামালপুরে বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: 20:43, 14 July 2024

জামালপুরে বন্যার পানিতে ডুবে ৪ জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - ওই এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (২৫), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)। দিশা আক্তার মেলান্দহের জাহানারা লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে দক্ষিণ বালুচর এলাকার পাশাপাশি বাড়ির তিন শিশু, এক কিশোরী ও এক গৃহবধূ ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। গোসল করার একপর্যায়ে হঠাৎ করেই চারজন পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় দূরে থাকা এক কিশোরী তাদের তলিয়ে যাওয়া দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে লোকজন গিয়ে দেখেন মরদেহ পানিতে ভেসে উঠেছে। এ সময় বেঁচে ফেরে মারিয়া (১২) নামে এক শিশু।

স্থানীয়রা জানান, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা আশ্চর্যজনক। এর মধ্যে আগামী শুক্রবার দিশার বিয়ে হওয়ার কথা ছিল।