ঢাকা Sunday, 08 September 2024

লক্ষ্মীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত: 17:01, 14 July 2024

আপডেট: 17:02, 14 July 2024

লক্ষ্মীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। 

রোববার (১৪ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও  আইসিটি) জেপি দেওয়ান। 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সির্ভিল সার্জন ডা: আহমেদ কবীর, জেল সুপার নজরুল ইসলাম, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল ভয়ঙ্কর ছোবল থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের মাধ্যমে সরকার মাদক বিরোধী কঠোর অবস্থান গ্রহণ করেছে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।