ঢাকা Sunday, 08 September 2024

‘দেশের দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে’

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 16:33, 13 July 2024

‘দেশের দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে’

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামি দুই বছরে দশ হাজার শিক্ষা প্রতিষ্টানে নতুন করে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।  

শনিবার (১৩ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি বলেন, গত ১৫ বছরে ১৩ হাজার ডিজিটাল ল্যাব করা হয়েছে। আগামি অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু করবো।

এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে পঞ্চগড়- ২ আসনের সাংসদ এডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, হাইটেক পার্ক কতৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।