ঢাকা Sunday, 08 September 2024

রৌমারীতে জন্মান্ধ মিজান পেল কর্মসংস্থানের নতুন ঠিকানা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: 13:42, 9 July 2024

রৌমারীতে জন্মান্ধ মিজান পেল কর্মসংস্থানের নতুন ঠিকানা

মিজানুর রহমান (২৮) জন্ম থেকেই অন্ধ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল টাঙ্গারিপাড়া গ্রামে তার জন্ম। বাবার নাম মোনতাজ আলী। মায়ের নাম মোমেনা খাতুন। দুই ভাই বোনের মধ্যে তিনি বড়। ছোট বোন মরিয়মের বিয়ে দেওয়া হয়েছে। প্রবল আত্মবিশ্বাস ও স্মরণশক্তির মাধ্যমে উপজেলার টাপুরচর বাজারে ভাড়াটে দোকানে মোবাইলে টাকা রিচার্জ, বিকাশে টাকা আদান-প্রদানের ব্যবসা করেন। তা করেই জীবিকা নির্বাহ করেন তিনি।

মাত্র কয়েক সেকেন্ড লাগে টাকা রিচার্জ করতে। দীর্ঘদিন ধরে এ কাজ করলেও একবারও ভুল করেনি। মোবাইল নম্বর লেখে রাখার প্রয়োজন হয় না। পরিচিত মানুষের প্রায় পাঁচ হাজার মোবাইল ফোন নম্বর মুখস্থ তার। ওই এলাকার অধিকাংশ লোকজন জন্মান্ধ মিজানুরের কাছেই মোবাইলে টাকা রিচার্জ করেন। রিচার্জ করতে গেলে নম্বর না বলে ব্যক্তির নাম বললেই টাকা চলে যায় মোবাইল ফোনে।

দরিদ্র পরিবারে জন্ম নেয়া মিজানের পড়ালেখার ইচ্ছা থাকলেও পড়াশোনা করতে পারেননি। এ দুঃখ তাকে ক্ষতবিক্ষত করে। তাই বাধ্য হয়ে টাকা উপার্জনের পথে নামে। শুরু দিকে তাকে নানা ধরনের অবহেলার শিকার হতে হয়েছে। শেষ পর্যন্ত তিনি অসম্ভবকে জয় করতে পেরেছেন। চোখে না দেখে মোবাইল ফোনে টাকা লেনদেন করা হয় কীভাবে?

মঙ্গলবার (৯ জুলাই) সরেজমিনে জানা যায়, বিভিন্নভাবে জনপ্রতিনিধিসহ নানা ধরনের মানুষ সহযোগীতা করার আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি। একপর্যায় এই অন্ধ মিজান আশা ছেড়ে দেন। ২০১৮ সালে ভোরের কাগজসহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নানা জায়গায় থেকে সহযোগীতার আশ্বাসের দেওয়ার প্রতিশ্রুতি দেন অনেকে। সেই সহযোগীতার জন্য দীর্ঘদিন ঘুরাঘুড়ি করেও কাজ না হওয়ায় আশা ছেড়ে দিয়েছেন এই অন্ধ মিজান। কোথাও কিছু না পেয়ে স্থায়ী ভাবে একটা দোকানের যায়গার জন্য জান কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে তিনি আশ্বাস দেন এবং বাস্তবায়ন হিসাবে উপজেলার টাপুরচর বাজার বটতলা মোড়ে সরকারি যায় গায় দোকান পাঠ করে জীবিকা নির্বাহের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নতুন ঠিকানা গড়ে দেন তিনি। 

এ বিষয় জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘আমি অনেক মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি কোন সহযোগীতা পাইনি। অন্যদের দোকান ভাড়া নিয়ে চলতাম তাতে তেমন লাভ হতো না। দোকান ভাড়া , বিদ্যু বিল নিজের খাওয়া দাওয়ায় সব শেষ। বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ স্যার আমাকে দোকান ঘর নির্মানের ব্যবস্থা করে দেওয়ার জন্য অনেক ধ্যনবাদ।’

মিজানের বাবা মোনতাজ আলী বলেন, ‘সে জন্ম থেকেই অন্ধ। চিকিৎসার জন্য তাকে উলিপুর, রংপুর ও দিনাজপুর চক্ষু হাসপাতালে নিয়ে গেছি। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখের অপারেশন করতে চেয়েছিল, কিন্তু অর্থ সংকটের কারণে মিজানের অপারেশন করা সম্ভব হয়নি। আমার ছেলেকে জেলা স্যার দোকান পাঠ করার ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য আমরা অনেক খুশি।’

বন্দবেড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের এই মহত কাজের জন্য মানুষ অনেক খুশি হয়েছেন। মিজানের জন্য যতটুকু পারি পরিষদের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।’

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামসুল দোহা বলেন, ‘অন্ধ মিজানের জন্য এই যায়গাটা প্রয়োজন ছিল। সে অনেক মেধাবী আমি তার পাশে আছি সার্বিক সহযোগীতা করবো।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অন্ধ এই মিজানের দীর্ঘদিনের চাওয়া তাকে একটা দোকানের যায়গা ও সার্বিক সহযোগীতা করা হয়েছে। আশা করি তার ভাগ্যের উন্নয়ন ঘটবে।’