ঢাকা Sunday, 08 September 2024

গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় কলস ভর্তি গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: 16:26, 8 July 2024

গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় কলস ভর্তি গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার

ছবি : সংগৃহীত

গাজীপুরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে থাকা কলস ভর্তি কয়েকটি গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ওই বস্তুগুলো গ্রেনেড মনে হলেও এই বিষয়ে কাজ শুরু করেছে ঢাকার বোম্ব ডিসপোসেবল ইউনিট।

সোমবার (৮ জুলাই) সকালে সিটির মেট্রো থানার জোড়াপুকুর পাড় এলাকা থেকে ওই বস্তুগুলো উদ্ধার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফায়েল করিম জানান, জমির মালিক আবুল কাশেম সম্প্রতি ওই জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। সকাল ১০টার দিকে মাটির খনন করার পর গর্তের মধ্যে একটি মাটির কলসের ভেতর গ্রেনেড সদৃশ কয়েকটি বস্তু দেখা যায়। পরে বিষয়টি পুলিশে জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ওই বস্তুগুলো গ্রেনেড বলে ধারনা করা হচ্ছে। তবে নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া এবং সীমানা ঘেরা জমির গেটে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

তিনি জানান, পরে ঢাকায় বোম্ব ডিসপোসেবল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বস্তুগুলো পরীক্ষা করছেন।