ঢাকা Sunday, 08 September 2024

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: 19:11, 7 July 2024

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫

বগুড়ায় রথযাত্রাকালে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে নিহত হয়েছেন পাঁচজ‌ন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অন্তত ৩০ জন। রোববার (৭ জুলাই) বিকাল সোয়া পাঁচটায় বগুড়া শহ‌রের সেউজগাড়ী আমতলা মো‌ড়ে এ ঘটনা ঘ‌টে।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া সদর থানা‌র অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ।

নিহতরা হ‌লেন - অলোক, আতশী রানী, র‌ঞ্জিতা, নরেশ মোহন্ত এবং অজ্ঞাতপরিচয় এক নারী।

জানা গেছে, এদিন বিকাল ৫টায় সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বের হয়। পথে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় র‌থের চূড়া‌টি রাস্তার ওপর থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের চূড়াটি স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসার সঙ্গে সঙ্গে তা‌রে আগুন ধরে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ২৫ থে‌কে ৩০ জন আহত হন।

প‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসার পর চারজন মারা যান। অন্যদিকে মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান একজন।

বগুড়া সদর থানা‌র ওসি সাইহান ওয়ালিউল্লাহ ব‌লেন, রথযাত্রার সময় র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রের সংস্প‌র্শে এলে এই দুর্ঘটনা ঘ‌টে।

বগুড়া সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, এখন পর্যন্ত পাঁচজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ছয়জনের চিকিৎসা চলছে। তবে রথযাত্রা হয়েছে। ভক্তরা রথ টেনেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।