ঢাকা Sunday, 08 September 2024

পাবনায় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 22:34, 4 July 2024

আপডেট: 23:02, 4 July 2024

পাবনায় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ৫

পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটা দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের দাশুরিয়া সুগার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মনিরুল ইসলাম বলেন, প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতরা হলেন - জিহাদ, বিজয়, শিশির, সিফাত ও শাওন। অন্যদিকে আহতরা হলেন - শাহেদ ও নাইম। তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।  তাদের বাড়ি ঈশ্বরদীর আজমপুর গ্রামে।

ওসি রফিকুল জানান, প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। গাড়িটি চালাচ্ছিলেন নাইম। তারা কালিকাপুর এলাকার দিকে যাচ্ছিলেন।

তিনি আরো বলেন, এটি ছিল নাইমের উবারের গাড়ি। তিনি ঢাকা থেকে নিজ এলাকায় এসে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। তারা ঈশ্বরদী শহর থেকে ফেরার পথে গাড়িটি পাবনা চিনিকলের সামনে দাশুড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে । এতে ঘটনাস্থলেই তিনজন এবং ঈশ্বরদী উপজেলা হাসপাতালে দুজন মারা যান। আহত দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।