ঢাকা Sunday, 08 September 2024

বান্দরবানে পাহাড়ধসে একজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: 15:40, 29 June 2024

আপডেট: 16:00, 29 June 2024

বান্দরবানে পাহাড়ধসে একজনের মৃত্যু

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে পাহাড়ধসে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবু বক্কর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে আবু বক্কর তার বাড়ির পার্শ্ববর্তী পাহাড় কাটা টিলার পাশে কৃষিকাজ করছিলেন। এসময় হঠাৎ করেই তার ওপর কাটা পাহাড় থেকে মাটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ঘটনা সত্য। পাহাড় ধসে তার মৃত্যু হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, বিষয়টি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।

গত বৃহস্পতিবার (২৭ জুন) দেশের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ভূমিধসের আশঙ্কা জানিয়ে বলেছিলেন, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এছাড়া ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তা জানিয়েছে আবহাওয়া অফিস।