ঢাকা Sunday, 08 September 2024

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কুকি চিন সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: 17:48, 26 June 2024

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কুকি চিন সদস্য নিহত

বান্দরবানের থানচিতে যৌথবাহিনীর অভিযান চলাকালে গুলিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।

বুধবার (২৬ জুন) সকালে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের সিমলায় পাড়ায় এ ঘটনা ঘটে। 

জানাযায়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের তাজিংডং এলাকা সংলগ্ন চিংসং পাড়ায় কেএনএফ সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কেএনএফ সদস্যরা গুলি করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী এসব তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানচি থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হবে।