ঢাকা Sunday, 08 September 2024

পদ্মায় গোসলে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 16:44, 24 June 2024

পদ্মায় গোসলে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়া ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইবাড়ি এলাকার আলাল প্রামানিকের দুই ছেলে ছাব্বির হোসেন (১৪) ও সিয়াম হোসেন (১০) এবং একই ইউনিয়নের আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে নূর হোসেন (১০)। এদের মধ্যে ছাব্বির নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির, সিয়াম গোহাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ও নূর হোসেন কাঁচিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, আজ দুপুর ১টার দিকে বাড়ি থেকে গামছা নিয়ে নদীতে গোসল করতে যায় তারা। এসময় বালুর স্তুপের ওপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বালু ধসে পানিতে দ্রুত তলিয়ে যায় সিয়াম হোসেন ও নূর হোসেন। তাদের দুজনকে বাঁচাতে গিয়ে বড় ভাই ছাব্বিরও পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে জীবিত ও অপর তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু বলেন, কয়েকজন বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে চারজন তলিয়ে যায়। একজনকে বাঁচানো গেলেও তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। অল্প কয়েক মিনিটের ব্যবধানে একসঙ্গে তিনজনের মৃত্যুতে আমরা হতভম্ব হয়ে পড়ছি। পুরো গ্রাম এখন শোকে কাতর।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বলেন, একসঙ্গে গোসলে নেমে তিনজনের মৃত্যুর বিষয়টি খুবই বেদনাদায়ক। এখন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। তাই সন্তানদের দেখে রাখার পরামর্শ দেন তিনি।