ঢাকা Sunday, 08 September 2024

এবার পুলিশ একাডেমিতে মিলল অসংখ্য রাসেলস ভাইপার 

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 11:59, 24 June 2024

এবার পুলিশ একাডেমিতে মিলল অসংখ্য রাসেলস ভাইপার 

সারাদেশে আতঙ্কের নাম হয়ে উঠেছে বিষধর রাসেলস ভাইপার সাপ। এরই মাঝে খবর এসেছে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ১৬টি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। রোববার একাডেমি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

সোমবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মাবুদ দুলাল।

তিনি বলেন, ‘সম্প্রতি দেশের বিভিন্ন জেলার লোকালয়ে এই সাপ দেখা যাচ্ছে, যা নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার সকাল থেকে দুই দফায় রাসেলস ভাইপার সাপের বাচ্চাগুলো জনসমক্ষে বের হয়ে আসে। প্রথমে সকাল ১০টার দিকে ৯টি সাপের বাচ্চা বের হয়। এরপর দ্বিতীয় দফায় সাতটি সাপের বাচ্চা দেখা যায়।’

মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, ‘সাপগুলো পুলিশ একাডেমির ভেতরেই ছিল। এর মধ্যে বেশ কয়েকটি সাপ মেরে ফেলা হয়েছে। বাকি কয়েকটি সাপ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’