ঢাকা Sunday, 08 September 2024

বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপারের দংশন, হাসপাতালে কৃষক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: 19:16, 21 June 2024

আপডেট: 19:35, 21 June 2024

বাদাম তুলতে গিয়ে রাসেলস ভাইপারের দংশন, হাসপাতালে কৃষক

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বিষধর রাসেলস ভাইপার সাপের দংশনের শিকার হয়েছেন মধু বিশ্বাস নামে এক কৃষক। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ তাকে দংশন করে।

রাসেল ভাইপারের দংশনের শিকার কৃষক মধু বিশ্বাস পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় বাদাম ক্ষেত থেকে তোলার সময় রাসেলস ভাইপার সাপটি আমাকে দংশন করে। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রাসেলস ভাইপার বলে শনাক্ত করেন।’

পাংশা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহম্মেদ তিথি বলেন, ‘রাসেলস ভাইপারের দংশনের শিকার এক কৃষক আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। আপাতত তাঁকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।’