ঢাকা Sunday, 08 September 2024

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলার সব পর্যটন স্পট বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: 17:04, 18 June 2024

আপডেট: 17:06, 18 June 2024

টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলার সব পর্যটন স্পট বন্ধ

বন্যা পরিস্থিতি অবনতির কারণে টাঙ্গুয়ার হাওরসহ উপজেলার সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ জুন) বেলা ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পারভিনের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

গত রাত থেকে ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলের কারনে সুনামগঞ্জের ১২ উপজেলাই এখন বন্যা প্লাবিত। জেলার অন্তত ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি খারাপ ও হাওরে উত্তাল ঢেউ থাকার কারণে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পটগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।